জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের প্রত্যয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে শপথ গ্রহণ অনুষ্ঠিত 

0
জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের প্রত্যয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে শপথ গ্রহণ অনুষ্ঠিত 

প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার বেলা ১১টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ হল রুমে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।এতে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলীর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামান এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, উপজেলা খাদ্য কর্মকর্তা সোহেল আহমেদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নবীউল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারী মঞ্জুরুল হক, পৌর বিএনপির সভাপতি আবুল বাসার, সেক্রেটারী সাহাজুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফুলবাড়ী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. ইমরান চৌধুরী নিশাদসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, নারী উদ্যোক্তা, সুধীজন। প্রথমার্ধের আলোচনা শেষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ন্যায় এক যোগে শপথবাক্য পাঠ করা হয়। দেশ গঠনে সবাইকে সচেতন করতে জুলাই চেতনাকে ধারণ করতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here