২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সভাপতি প্রত্যুষ, সম্পাদক জসীম উদ্দিন

0
২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের  সভাপতি প্রত্যুষ, সম্পাদক জসীম উদ্দিন

প্রেসনিউজ২৪ডটকমঃ ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক বিশেষ সভায় ফোরাম সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে সভাপতি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জসীম উদ্দিনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্রত্যুষ কুমার মজুমদারকে সভাপতি ও মোহাম্মদ জসীম উদ্দিনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা ছাড়াও সভায় মোট ৩৭ সদস্যের একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়, যা আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য, ২০০৬ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানকারী এই ফোরামের সদস্যরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। প্রতিষ্ঠার পর থেকেই ফোরাম সদস্যদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here