খুলনায় বিষাক্ত মদ খেয়ে চারজনের মৃত্যু

0
খুলনায় বিষাক্ত মদ খেয়ে চারজনের মৃত্যু

প্রেসনিউজ২৪ডটকমঃ খুলনার বয়রা এলাকায় বিষক্রিয়ায় চারজনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, মদের বিষক্রিয়ায় এই মৃত্যু ঘটেছে। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় খুলনা মহানগরী পূজা খোলা এলাকার তোতা মিয়ার হোটেলে ঘটে এ ঘটনা।

মৃত ব্যক্তিরা হলেন- বয়রা সেরের বাজার মোড়ের বাসিন্দা আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়া এলাকার বাসিন্দা আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোডের বাসিন্দা গৌতম কুমার বিশ্বাস (৪৭), আজিবর (৫৯) ও তোতা (৬০)। এছাড়া মহানগরীর খালিশপুর দাসপাড়া এলাকার বাসিন্দা সনু গুরুতর অসুস্থ হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার অপারেশন অফিসার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হাই বলেন, দুপুরে বয়রা এলাকায় তোতা মিয়ার হোটেলে ওই ব্যক্তিরা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের কয়েকজনকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। ওখানে কয়েকজন মারাও যান। মারা গেলে পরিবারের সদস্যরা তাদের লাশ বাড়িতে নিয়ে যান।

এসআই জানান, সনু নামের এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসাপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। খবর পাওয়ার পরপর পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here