প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৪ জুলাই উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত এই মাসিক সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শুরুতেই বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মুহিব্বুল ।সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শুধু প্রশাসন,ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা সব কাজ করা সম্ভব নয়, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদেরও ভূমিকা রাখতে হবে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মশিউর রহমান, ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা শাহানুর রহমান, ফুলবাড়ী থানায় ব্যবসায়ী সমিতির সদস্য সচিব মানিক মন্ডল, এনসিপির ফুলবাড়ী উপজেলার যুগ্ম সমন্বয়ক জাকির আহমেদ,বেতদিঘী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান, কাজিয়াল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাঞ্চন মিয়া,খয়েরবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীম হোসেন, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি কবির সরকার কোয়ালিটি বাংলা টিভির প্রতিনিধি আল আমিন বিন আমজাদসহ শিক্ষক প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।





