প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব সংবাদদাতা:বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) হিসেবে স্বীকৃতি পেলেন মো. রোমান মিয়া। তার নিরলস পরিশ্রম, দক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ এই সম্মাননা প্রদান করে।
সোমবার (১৪ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি তার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।মো. রোমান মিয়া দীর্ঘদিন ধরে মতলব উত্তর উপজেলায় পরিবার পরিকল্পনা কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে মাঠ পর্যায়ে দম্পতিদের সচেতনতা বৃদ্ধি, আধুনিক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার, ওয়ার্ড পর্যায়ে ক্যাম্পে অংশগ্রহণসহ বিভিন্ন কার্যক্রমে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।
এফপিআই রোমান মিয়া বলেন, এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল করে তুলবে। আমি সবসময় চেষ্টা করি মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং পরিবার পরিকল্পনা বিষয়ে সঠিক তথ্য দিতে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মফিজুর রহমান বলেন, মোঃ রোমান মিয়ার মতো কর্মীরা মাঠপর্যায়ের মুখ্য শক্তি। তারা সমাজে ইতিবাচক প্রভাব ফেলছেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিকল্পিত পরিবার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তার প্রশংসা করে বলেন, এই ধরনের স্বীকৃতি মাঠপর্যায়ের কর্মীদের অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও শক্তিশালী করে তুলবে।উল্লেখ্য, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মতলব উত্তরে চারটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। তাদের মধ্যে মো. রোমান মিয়া ছিলেন অন্যতম।





