মতলব উত্তরে বিএনপি নেতা মোতালেব প্রধানের ইন্তেকাল, রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া

0
মতলব উত্তরে বিএনপি নেতা মোতালেব প্রধানের ইন্তেকাল, রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া

প্রেসনিউজ২৪ডটকমঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব প্রধান (৬০) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকার পিজি হাসপাতালের দীর্ঘদিন চিকিৎসা শেষে গত বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। পরদিন শুক্রবার (১১ জুলাই) সকাল ১০টায় গজরা বাজারে অবস্থিত শিল্পকলা একাডেমি মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মোতালেব প্রধানের মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

তার জানাজায় অংশ নেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারীসহ স্থানীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি, এবং হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। জানাজায় আরও উপস্থিত ছিলেন—উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ বেপারী, গজরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন মাস্টার, সাধারণ সম্পাদক শাহ আলম মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন মেম্বার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, ইউপি সদস্য জাহিদ দেওয়ান, সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল, গজরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবু, যুবনেতা রিপন প্রধান প্রমুখ।

তার মৃত্যুতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here