সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারি গ্রেপ্তার

0
সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা সহ  আমির (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার ( ২৮ জুন) রাতে সানারপাড় এলাকার মেসার্স জোনাকি ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 গ্রেপ্তারকৃত আমির ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার শ্যামবাড়ি দক্ষিণপাড়া এলাকার আবু সাঈদের ছেলে। তার কাছ থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০-১১ টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে জোনাকি ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজা সহ আমির নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী মো. কামরুজ্জামান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক রিফাত হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাকে আটক করা হয়।পরে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

 
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here