এইচএসসি পরীক্ষার প্রথম দিনে না’গঞ্জে ৪৬৬জন শিক্ষার্থী অনুপস্থিত

0
এইচএসসি পরীক্ষার প্রথম দিনে না’গঞ্জে  ৪৬৬জন শিক্ষার্থী অনুপস্থিত

প্রেসনিউজ২৪ডটকমঃ সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের ২৬টি কেন্দ্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রথম দিন জেলায় ৪৬৬জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি শাখা) মো. মাশফাকুর রহমান।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় এইচএসসি বাংলা ১ম পত্র, আলিম ‘কুরআন মাজিদ’ এবং ভোকেশনাল ‘বাংলা ২য়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্যমতে, বৃহস্পতিবার জেলার ২৬টি কেন্দ্রে ২১ হাজার ৩১১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ২০ হাজার ৮৪৫জন পরীক্ষার্থী। এর মধ্যে এইচএসসি পরীক্ষার্থী ১৯ হাজার ৬১৯ জন, আলিম ৮৯৪ জন এবং ভোকেশনাল ৩৩২জন।

প্রথম পরীক্ষার দিন জেলা মোট অনুপস্থিত ছিলেন মোট ৪৬৬ জন। যার মধ্যে এইচএসসি পরীক্ষার্থী ৩০৮ জন, আলিম ৪২ জন এবং ভোকেশনাল ১১৬ জন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি শাখা) মো. মাশফাকুর রহমান বলেন সুন্দর পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এদিন ৪৬৬জন অনুপিস্থিত ছিলেন তবে কেউ বহিষ্কিৃত হননি। অনুপস্থিতির বিষয়ে তিনি বলেন,আজ অনেক শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এর পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। তবে বিশেষ কোনো কারণে এমনটি হয়নি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here