প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাথানগাছি গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার গভীর রাতে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহী — রাজেউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর।
মৃত্যু কালে তিনি স্ত্রী,ছেলে,মেয়েসহ অংখ্য গুনগ্রহী রেছে গেছেন।গত বৃহস্পতিবার সকালে শংকরহুদা বাথানগাছি মাধ্যমিক বিদ্যালয় চত্তরে গার্ড অব অনার ও জানাযা শেষে বাথানগাছি গ্রামে পারিবারিক কবর স্থানে রাস্ট্রিয় মর্জদায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামকে দাফন করা হয়।
গার্ড অব অনার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার, থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু তালেব বিশ্বাস, ডেপুটি কমান্ডার রবিউল আওয়াল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি রাজিদুল ইসলাম রাজা, মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান,ইউপি সদস্য আব্দুল কাদের,বিল্টু মিয়া প্রমুখ।





