মহেশপুর সীমান্ত দিয়ে আরো ৬ জনকে পুশ-ইন করল ভারতীয় বিএসএফ

0
মহেশপুর সীমান্ত দিয়ে আরো ৬ জনকে পুশ-ইন করল ভারতীয় বিএসএফ

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুরের বাঘাডাঙ্গার খোশালপুর সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ৬  জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। সোমবার রাত ৯ টার দিকে গণমাধ্যমকে জানান মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।

বিজিবি সুত্রে জানাগেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্ত বাঘাডাঙ্গার খোসালপুর সীমান্ত পিলার ৬০/৮৫ এর কাছে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় বিএসএফ সদস্যরা বাংলাদেশ সীমান্তরক্ষী বাহীনির (বিজিবি) কাছে ৬ জন নারী-পুরুষ ও শিশুকে হসন্তর করে। আটক কৃতদের মধ্যে ৪জন জন নারী, ৪ জন পুরুষ ও ৮ জন শিশু রয়েছে।

বিজিবি জানায়,আটক ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে, তারা কাজের সন্ধানে ভারতে যাওয়ার পথে ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ) বাহীনির সদস্যরা তাদেরকে আটক করে।পরে ভারতীয় কর্তৃপক্ষের সহায়তায় সোমবার সন্ধ্যায় বিএসএফের ক্যাম্প দিয়ে বাংলাদেশে খোসালপুর সীমান্তে নিয়ে আসা হয় আটক কৃতদেরকে।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাদেরদেকে মহেশপুর থানায় হসন্তর করা হয়েছে।উল্লেখ্যঃ গত ১৩ জুন রাতে ভারতীয় বিএসএফ সদস্যরা খোশালপুর সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ১৬ জনকে বাংলাদেশে পুশ-ইন করে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here