মতলব উত্তরে যুবদল নেতাদের উপর সন্ত্রাসী হামলায় কেন্দ্রীয় যুবদলের নিন্দা ও প্রতিবাদ

0
মতলব উত্তরে যুবদল নেতাদের উপর সন্ত্রাসী হামলায় কেন্দ্রীয় যুবদলের নিন্দা ও প্রতিবাদ

প্রেসনিউজ২৪ডটকমঃমতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ফয়সাল আহমেদ সোহেল ও মঞ্জুর আহমেদ মামুন-এর উপর সন্ত্রাসী হামলায় যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদক নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

গত ৯ জুন ২০২৫ চাঁদপুর মতলব উত্তর উপজেলার ৫নং দূর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর বাজার এলাকায় জাতীয়তাবাদী যুবদলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান চলাকালীন চিহ্নিত স্থানীয় কতিপয় সন্ত্রাসী অতর্কিত হামলা করে মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আহমেদ মামুন-এর একটি চোখ উপড়ে ফেলে এবং যুগ্ম আহ্বায়ক মো. ফয়সাল আহমেদ সোহেলসহ যুবদলের একাধিক নেতৃবৃন্দকে গুরুতর আহত করে।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, আজ এক বিবৃতিতে চাঁদপুর মতলব উত্তর উপজেলা যুবদল নেতৃবৃন্দের উপর এহেন নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে হামলার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানান।

সোমবার (১৬ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here