বন্দরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

0
বন্দরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের বন্দরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত (৩৩) যুবক নিহত হয়েছে। সোমবার (১৫জুন) ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- সোহান(৩০) ও সানী(২৫)। নিহত যুবকের পরিচয় মেলেনি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে বন্দরের দক্ষিণ লক্ষণখোলা মাদ্রাসা স্ট্যান্ডে জ্বালানি তেলের দোকান ‘আহাম্মেদ ট্রেডার্সে’ ডাকাত সন্দেহে ওই যুবককে আটক করে এলাকাবাসী।

স্থানীয়দের দাবি, ডাকাতি করার সময় ওই যুবককে আটক করা হয়েছে ও গণপিটুনি দেওয়া হয়। পরে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহাম্মেদ ট্রেডার্স নামের জ্বালানী তেল দোকানের কর্মচারী সানী জানান, রাতে তিনি দোকানে ঘুমিয়ে ছিলেন।

গভীর রাতে ৬জনের ডাকাত দল এসে দোকানের তালা ভেঙ্গে দোকানে ডুকে তাদের মারধর করে। এ সময় তার চিৎকার শুনে এলাকাবাসী জড়ো হলে ডাকাতরা পালানোর সময় ২জনকে ধরে ফেলে। তাদের গণপিটুনি দেয়ার সময় আরও একজন কৌশলে পালিয়ে গেলেও অপর জন গণপিটুনিতে গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, গণপিটুনিতে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে এটাকি ডাকাতি নাকি চুরির ঘটনা তা তদন্ত শেষে বলা সম্ভব হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। আর নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here