ঈদের ছুটিতেও না.গঞ্জ বন্দর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের জরুরি পরিসেবা চলমান

0
ঈদের ছুটিতেও না.গঞ্জ বন্দর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের জরুরি পরিসেবা চলমান

প্রেসনিউজ২৪ডটকমঃ জাহাঙ্গীর হোসেনঃ পবিত্র ঈদুল আযহার দীর্ঘ ছুটিতেও না.গঞ্জের বন্দর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সমূহের জরুরী সেবা চলমান থাকায় স্থানীয় জনগণ আগ্রহের সাথে সেবা গ্রহণ করে সন্তষ্টি প্রকাশ করেন।

গর্ভবতী সেবা ২৪ জন,গর্ভোত্তর সেবা ১১ জন, সাধারণ রোগী সেবা ২৮ জন, শিশু সেবা ৩২ জন, পরিবার পরিকল্পনা পদ্বতি সেবা ১৫, করোনাভাইরাস সচেতনতা বিষয় পরামর্শ প্রদান ৩০ জন।

বন্দর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদানন্দ রায়ের সাথে আলোচনা করে জানা যায়, ইউনিয়ন পর্যায়ে পাঁচটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সমূহ পবিত্র ঈদুল আযহার দীর্ঘ ছুটিতে বিশেষ ব্যবস্থায় খোলা রাখা হয়। সরকারী ছুটির দিনে জরুরী সেবা ছাড়া সকল বহিঃবিভাগের সেবা কার্যক্রম বন্ধ থাকে। ব্যাতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করে সেবা কেন্দ্র থেকে সেবা প্রদান করায় সেবা গ্রহীতাগণ সন্তুষ্টি প্রকাশ করেন।

সেবা কেন্দ্র সমূহের কার্যক্রম তদারকি করেন বন্দর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদানন্দ রায় ও মেডিকেল অফিসার ডা. সোনালী আক্তার। পরিবার পরিকল্পনার ঢাকা বিভাগীয় পরিচালক মো. মোজাম্মেল হক’র দিকনির্দেশনায় সকল কার্যক্রম নির্দেশনা ও তত্ত্বাবধান করেন জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক মো. শহীদুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here