প্রেসনিউজ২৪ডটকমঃ কবির সরকার ফুলবাড়ি প্রতিনিধি দিনাজপুর:দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় প্রতিবেশীর হামলায় একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছে। গত পাঁচই জুন রোজ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উপজেলার বেতদিঘী ইউনিয়নের ফরিদাবাদ গ্রামে। এ ঘটনায় এনামুল হক বাদী হয়ে পরিবারের পক্ষ থেকে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছে ।
বাদী এনামুল হক অভিযোগে উল্লেখ করেন যে বৃষ্টিতে তার বাড়ির টিনের পানি সরকারি রাস্তার মধ্যে গড়িয়ে পড়াকে কেন্দ্র করে প্রায় সময় বিবাদী প্রতিবেশী আব্দুল কুদ্দুস, তার স্ত্রী গোলেআরা বেগম এবং তার তিন ছেলে গোলাম মোস্তফা, সবুজ ও তারেক হুমকি ধামকি গালিগালাজ প্রদান করে থাকেন । এরই ধারাবাহিকতায় ঘটনার দিন বিবাদীগন বিকাল ৫ টায় বাদীর বাড়ির সামনে তরকা তর্কাতর্কির একপর্যায়ে দেশীয় অস্ত্র শস্ত্র দ্বারা বাদীর স্ত্রী মহিলা লাবনী ও তার দুই মেয়ে ইসমোতারা এমি ও ইসরাত জাহান এশা কে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়।
সেখান থেকে রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে মহিলা লাবনির মাথায় ৬ টি সেলাই ও ইশার মাথায় ২টি সেলাই প্রদান করে চিকিৎসক। বিবাদী এনামুল হক বলেন ,আমি একজন শিক্ষক মানুষ। আমার এসব মারামারি শোভা পায় না। আমি প্রশাসন ও সরকারের সহযোগিতা কামনা করতেছি।





