ডিএনডি এলাকায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার করালো সেনাবাহিনী

0
ডিএনডি এলাকায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার করালো সেনাবাহিনী

প্রেসনিউজ২৪ডটকমঃ ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসনে আবর্জনায় ভরাট হওয়া খাল পরিষ্কার করিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (৩ জুন) সিদ্ধিরগঞ্জ এলাকার কংস খালটি পরিষ্কার করা হয়।  এ সময় খালের দুই পাশে গড়ে ওঠা বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ডিএনডি এলাকার পানি নিষ্কাশন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সেনাবাহিনীর মেজর মো. সাকিব আজওয়াদের নেতৃত্বে এ কার্যক্রম চলে।

এর আগে এ প্রকল্পের অধীনে ডিএনডি এলাকার অন্যান্য খালের পাশপাশি এটিও দখলমুক্ত ও পরিষ্কার করা হয়েছিল। তবে, স্থানীয় লোকজনের অসচেতনতার কারণে খালটি আবর্জনায় ভরাট হয়ে যাওয়াতে পানি নিষ্কাশনে সমস্যা হচ্ছিল বলে জানান সেনা কর্মকর্তা সাকিব আজওয়াদ। তিনি বলেন, ডিএনডি বাঁধের ভেতরের সংস্কার কাজ ইতোমধ্যে সম্পন্ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

এখনও পানি নিষ্কাশনের জন্য সেচ পাম্পগুলো সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও আগামী ৩০ জুন এ প্রকল্প পানি উন্নয়ন বোর্ডের কাছে হস্তান্তর করা হবে। “ডিএনডি বাঁধের ভেতরে টানা বর্ষন হলে সেই পানি সেচ পাম্প দিয়ে ১২ ঘন্টার মধ্যেই নিষ্কাশন করা হচ্ছে। ফলে জলাবদ্ধতা হচ্ছে না। কিন্তু কিছু জায়গায় খালগুলো ময়লা-আবর্জনা ও পলিথিন ফেলে পানির প্রবাহ বাধাগ্রস্ত করা হয়েছে।

এগুলো নিয়েও কাজ করছে সেনাবাহিনী।” স্থানীয় বাসিন্দাদের এ ব্যাপারে সচেতন হবারও আহ্বান জানান এ সেনা কর্মকর্তা। ফতুল্লার লালপুর, ইসদাইর ও গাবতলী এলাকার জলাবদ্ধতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উল্লেখিত এলাকাগুলো ডিএনডি প্রকল্প এলাকার বাইরে। তাছাড়া, ওই এলাকার আবাসন নিচু ভূমিতে হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here