না’গঞ্জে বিএনপিকে সুসংগঠিত করতে জাকির খানের বিকল্প নেই : দিদার খন্দকার

0
না’গঞ্জে বিএনপিকে সুসংগঠিত করতে জাকির খানের বিকল্প নেই : দিদার খন্দকার

প্রেসনিউজ২৪ডটকমঃ বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শহরের ১৪ নং ওয়ার্ডে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে নেওয়াজ বিতরণ করা হয়। রবিবার (১ জুন) সকালে ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকারের উদ্যোগে ৫টি স্পটে নেওয়াজ বিতরণ করা হয়।

জানা গেছে, নাসিক ১৪ নং ওয়ার্ডের দেওভোগ শাহ শাহর দরবার শরীফ, পানির টাংকি মসজিদ, বোয়ালিয়া খাল এলাকা, নন্দীপাড়া মসজিদ, উকিলপাড়া এলাকার এই ৫ স্থানে মিলাদ মাহফিল ও দোয়া শেষে প্রায় ১৬ ডেগ খিচুড়ি বিতরণ করা হয়। এ বিষয়ে ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা বলে শেষ করা যাবে না। সেই নেতার দল বিএনপিকে নারায়ণগঞ্জে সুসংগঠিত করতে জাকির খানের বিকল্প নেই। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জাকির খানের পক্ষে কাজ করে যাবো এবং এ জেলার সবগুলো আসনে বিএনপিকে জয়যুক্ত করবো।

অনুষ্ঠানে ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, মহনাগর যুবদলের সাবেক সহ সভাপতি পারভেজ মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ১৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী সফিউদ্দিন সোহেল, যুগ্ম সম্পাদক পারভেজ আলম, সাংগঠনিক সম্পাদক মামুন প্রধান সহ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here