ভোলায় উপকূলীয় এলাকার গ্রামের পর গ্রাম পানির নিচে-তলিয়ে ভেসে গেছে ঘরবাড়ি গরু ছাগল

0
ভোলায় উপকূলীয় এলাকার গ্রামের পর গ্রাম পানির নিচে তলিয়ে ভেসে গেছে ঘরবাড়ি গরু ছাগল

প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান শাহীন,ভোলা : বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। যাঁর প্রভাবে উপকূলীয় জেলা ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর জোয়ারের পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে উপজেলার বেশকিছু নিচু এলাকাসহ বহু গ্রাম।

এছাড়াও টানা বৃষ্টিপাতে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে । গতকাল বৃহস্পতিবার ২৯ মে থেকে আজ ৩০ মে পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলায় ৫৫-৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে ভোলা আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টিপাত ও জোয়ারের পানিতে উপজেলার চর মাদ্রাজ, হাজারীগঞ্জ, জাহানপুর, ঢালচর, কুকরি মুকরি, চর পাতিলা, চর কলমি, নজরুল নগর, মুজিবনগর ইউনিয়নের বেশকিছু এলাকা পানিতে প্লাবিত হয়েছে। তীব্র বাতাস আর উত্তাল মেঘনার জোয়ারের পানিতে হুমকির মূখে রয়েছে চর মাদ্রাজ ও হাজারীগঞ্জ বেড়ি বাঁধ।

বাঁধের দুর্বল অবস্থার জন্য ওইসব এলাকার বাসিন্দারা নিরাপদ থাকার জন্য তাদের পরিবারপরিজন ও গবাদিপশুসহ ছুঁটছেন আশ্রয় কেন্দ্রগুলোতে। এছাড়াও গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার দুপুর পর্যন্ত উপজেলার ৩টি নৌ-রুটে লঞ্চ ও খেয়া চলাচল বন্ধ রয়েছে। জেলেরা তাদের মাছ ধরার নৌকা ও ট্রলার নিয়ে নিরাপদে চলে এসেছেন।

এদিকে, দুর্গমঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসার জন্য কোস্টগার্ড, নৌ-পুলিশসহ জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকটি আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি জানান জানান, ঘূর্ণিঝড়কে ঘিরে উপজেলায় সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র, খাদ্যসামগ্রী, মেডিকেল টিম এবং স্বেচ্ছাসেবীদের প্রস্তুত রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here