মতলব উত্তরে মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন, গ্রেফতার ৮

0
মতলব উত্তরে মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন, গ্রেফতার ৮

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব সংবাদদাতা: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে ৫টি ড্রেজার, ৩টি বাল্কহেড জব্দ এবং ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত নাছিরাকান্দি আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন ও বাংলা বাজার খাল এলাকার মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন রুবেল, জসিম, সজিব, মহিউদ্দিন, সাইফুল, সেলিম শেখ, কামাল শেখ, সাকিব।
অভিযানটি নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। অভিযানে মোহনপুর নৌ পুলিশ টিমের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ৮ জনকে আটক করা হয় এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী নিয়মিত মামলার নির্দেশনা প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে মুন্সিগঞ্জ জেলার বালু খেকো কিবরিয়া মিয়াজির নেতৃত্বে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। তিনি বিভিন্ন প্রভাব খাটিয়ে নদী থেকে বালু তুললেও আজকের অভিযানে তাদের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসান হাবিব বলেন, উদ্ধার করা ড্রেজার ও বাল্কহেডগুলোর বিষয়ে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন, নদী ও পরিবেশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সচেতন মহল এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here