তৃতীয় দফায়ও সাংবাদিক জিসানের জামিন নামঞ্জুর

0
তৃতীয় দফায়ও সাংবাদিক জিসানের জামিন নামঞ্জুর

প্রেসনিউজ২৪ডটকমঃ সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলার অভিযোগে মামলায় গ্রেপ্তার সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসানের জামিন আবেদন তৃতীয় দফায় নামঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুম এ আদেশ বলে জানান আদালত পুলিশের সহকারী উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান।

এর আগে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই দফায় জামিন আবেদন নাকচ হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারে বাধা ও হামলার অভিযোগে পুলিশের এক মামলায় গত ১২ মে দিবাগত রাতে নগরীর শহীদনগর এলাকার বাসা থেকে গ্রেপ্তার হন অনলাইন পোর্টাল ‘প্রেস নারায়ণগঞ্জ’র প্রতিবেদক জান্নাতুল ফেরদৌস জিসান।

একই মামলায় গ্রেপ্তার জিসানের বাবা মো. হানিফ এবং চাচা ফুড ব্লগার শওকত মিথুনও কারাগারে। জিসান ও তার পরিবারের দুই সদস্যের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী আওলাদ হোসেন, অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল, অ্যাডভোকেট শাহীন মাহমুদ ও অ্যাডভোকেট আবু রায়হান।

শুনানি শেষে অ্যাডভোকেট আওলাদ হোসেন সাংবাদিকদের বলেন, “গত তারিখে জামিন আবেদন করলে আদালত মামলায় উল্লেখ করা ৩৩৩ ধারার প্রেক্ষিতে গ্রিভিয়াস হার্টের মেডিকেল সার্টিফিকেট পুলিশকে তিনদিনের মধ্যে দিতে বলেছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা তা আদালতে দেননি।

আইন অনুযায়ী গ্রিভিয়াস হার্টের কথা উল্লেখ করেও তার সাপোর্টে কোনো কাগহ দেখাতে না পারায় আজ আসামিরা জামিন পাওয়ার হক্বদার ছিল। কিন্তু তারা জামিন পাননি, আমরা ন্যায়বিচার পেলাম না।”

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here