প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান হারুন নিজস্ব প্রতিবেদক চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তরে বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।ওই যুবকের নাম মোঃ কাউছার।সে মতলব উত্তরের দূর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক গ্রামের জাহিদ হাসানের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে ,২০ মে (মঙ্গলবার ) সকাল সাড়ে ১০টায় দূর্গাপুর ইউনিয়নের কলস ভাঙ্গা গ্ৰামের ফজলুল হক মোল্লার বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় ডোবার পানিতে বিদ্যুতের ছেঁড়া তার তুলতে গেলে বিদ্যুৎ স্পৃষ্টে অঞ্জান হয়ে পড়ে। পরে আশপাশের লোকজন তাকে ডোবা থেকে তুলে চিকিৎসার জন্য মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত্যু বরন করেছ বলে জানায়। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হক জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।





