প্রেসনিউজ২৪ডটকমঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় স্বামীর সঙ্গে অভিমান করে নাদিয়া বেগম (২৪) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার (১৮ মে) দুপুর ২টার দিকে কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামে স্বামী সম্রাট খানের বসতঘরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে মনোমালিন্যের একপর্যায়ে নিজ ঘরে গলায় ফাঁস দেন নাদিয়া বেগম। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও তার আগেই তিনি মারা যান। পরে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।কেয়াইন ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মহিউদ্দিন বেপারী বলেন, ছেলে ও মেয়ে দুই পরিবারের মধ্যে সমঝোতা হয়েছে।
পুলিশ প্রশাসনের উপস্থিতিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। যেহেতু ময়নাতদন্ত করা হয়নি, তাই এটি আত্মহত্যা না অন্য কিছু সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে।এ বিষয়ে সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন,আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করি।
পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।





