বন্দরে বাসের ধাক্কায় কলেজ ছাত্রী নিহত

0
বন্দরে বাসের ধাক্কায় কলেজ ছাত্রী নিহত

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের বন্দরে সড়ক দুর্ঘটনায় সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী আফসানা আক্তার (১৭) নিহত হয়েছেন। একই ঘটনায় মোটরসাইকেল চালক শিহাব প্রধান (১৯) গুরুতর আহত হন। রোববার (১৮ মে) দুপুরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফসানা আক্তার বন্দর উপজেলার বালিগাঁও এলাকার আনোয়ার হোসেন মিয়ার মেয়ে। আহত শিহাব প্রধান সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা এলাকার দুলাল প্রধানের ছেলে। স্থানীয়রা আহত সিয়াবকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মদনপুর বারাকা হাসপাতালে ভর্তি করেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে আফসানা ও সিয়াব মোটরসাইকেলযোগে মদনপুর থেকে সোনারগাঁয়ের দড়িকান্দী এলাকায় যাচ্ছিলেন। এ সময় কেওঢালা এলাকায় জাহিন গার্মেন্টসের পাশ দিয়ে যাওয়ার পথে দ্রুতগতির একটি বাস তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আফসানা আক্তার নিহত হন এবং শিহাব গুরুতর আহত হন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, “দুর্ঘটনার পর থেকে ঘাতক বাস চালক পলাতক রয়েছে। আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here