প্রেসনিউজ২৪ডটকমঃ রাজধানীর মতিঝিলে শাহজালাল ইসলামী ব্যাংকের পাশের একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় শনিবার (১৭ মে) সন্ধ্যা ৭টা ১৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, রাজধানীর মতিঝিলে শাহজালাল ইসলামী ব্যাংকের পাশের একটি ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সন্ধ্যা ৭টা ১৪ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। এর আগে সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। ভবনটির হোল্ডিং নম্বর ২১।
সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।





