জনগণের আকাঙ্ক্ষা পূরণে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে- চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জিয়া উদ্দিন

0
জনগণের আকাঙ্ক্ষা পূরণে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে- চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জিয়া উদ্দিন

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড.মো.জিয়াউদ্দিন বলেছেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে সরকারি কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর জনগণের অনেক প্রত্যাশা রয়েছে। এই প্রত্যাশা পূরণে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে সৎ, দক্ষ ও ন্যায়পরায়ণ হতে হবে।

শনিবার (১৭ মে) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত উন্নয়ণ কার্যক্রম নিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার ড মোঃ জিয়াউদ্দিন বক্তব্যর পূর্ব উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নানা সমস্যার কথা শোনেন। বিশেষ করে কৃষি,শিক্ষা, স্বাস্থ্য, প্রকল্প বাস্তবায়ন অফিস, আইনশৃঙ্খলার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন,বৈশম্যহীন দেশ গড়তে সবাই আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন। এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী, মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক( তদন্ত), উপজেলা কৃষি অফিসার চৈতন্য পাল, উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম , উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃরাজীব কিশোর বনিক, উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান, মতলব পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান, সহকারী প্রকৌশলী মোঃ ফেরদৌস আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী,উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, উপজেলা খাদ্য খালেদা আক্তার, উপজেলা সমবায় অফিসার মোঃ আসলাম প্রমুখ। অপরদিকে মতবিনিময় সভা শেষে উপজেলা ভুমি অফিস পরিদর্শন করেন এবং ভুমি অফিস চত্বরে আম ও লিচু গাছের চারা রোপন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here