থাইল্যান্ডে পালানোর সময় আলোচিত রিয়াদ চৌধুরী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

0
থাইল্যান্ডে পালানোর সময় আলোচিত রিয়াদ চৌধুরী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের সাবেক বিএনপির নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে থাইল্যান্ডের একটি ফ্লাইট থেকে আটক করে পুলিশ। পরে চাঁদাবাজীর মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে)  সন্ধ্যা ৭টায় তাকে ডিবি অফিস থেকে প্রিজন ভ্যানে করে কারাগারে পাঠানো হয়। এর আগে, থাইল্যান্ড পালানোর পথে বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

সম্প্রতি আজাদ নামে এক ব্যবসায়ীকে হুমকি দেওয়া একটি ফোনালাপের ক্লিপ ভাইরাল হলে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। কিন্তু সেই ব্যবসায়ী আজাদ মামলা করতে অস্বীকার করলে পুলিশ বাদী হয়ে মামলা করেছেন। চাঁদাবাজীর ঘটনায় ফতুল্লা মডেল থানায় এস আই শামীম হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। এতে রিয়াদকে এক নাম্বার আসামী করা হয়েছে। সন্ধ্যা ৭টায় তাকে ডিবি অফিস থেকে প্রিজন ভ্যানে করে কারাগারে পাঠানো হয়। আগামী শনিবার শুনানি অনুষ্ঠিত হবে।

এদিকে সকাল সাড়ে ১১টার দিকে তাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেন, তার বিরুদ্ধে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ ছিল। সে মূলত এই ঘটনায় আটকের ভয়ে আজ সকালের দিকে থাইল্যান্ডে পালিয়ে যেতে যাচ্ছিলেন। তখন এয়ারপোর্ট থেকে পুলিশ তাকে আটক করতে সক্ষম হন। তিনি বর্তমানে আমাদের হেফাজতে রয়েছেন। চাঁদাবাজির ঘটনায় এখনো থানায় মামলা দায়ের হয়নি।

মামলা দায়ের হলে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়ে দেওয়া হবে। গত দুইদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘চাঁদা না দিলে ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়া হবে’ রিয়াদ মোহাম্মদ চৌধুরীর এ সংক্রান্ত একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ওই অডিও ক্লিপে আজাদ হোসেন নামের নারায়ণগঞ্জের এক ব্যবসায়ীকে চাঁদার জন্য রীতিমতো হুমকি দিতে শোনা যায় রিয়াদ চৌধুরীকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here