এনালগ পদ্ধতি বন্ধ ও ডিজিটাল পদ্ধতি চালু’র দাবিতে ফুলবাড়িতে স্যাটভিশন ক্যাবল টিভি নেটওয়ার্ক এর সংবাদ সম্মেলন

0
এনালগ পদ্ধতি বন্ধ ও ডিজিটাল পদ্ধতি চালু’র দাবিতে ফুলবাড়িতে স্যাটভিশন ক্যাবল টিভি নেটওয়ার্ক এর সংবাদ সম্মেলন

প্রেসনিউজ২৪ডটকমঃ  শনিবার সকাল ১১টায় স্যাটভিশন ক্যাবল টিভি নেটওয়ার্ক কার্যালয়ে প্রতিষ্ঠানের পরিচালক জারজিস আহম্মেদ এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন,গত ২৫-৩০ বছর যাবৎ ফুলবাড়ীতে স্যাট-ভিশন ক্যাবল টিভি নেটওয়ার্ক থেকে ক্যাবল লাইন সংযোগ প্রদান করে গ্রাহকদের কাছ থেকে সরকারের নির্ধারিত আইন মেনে ১৫০টাকা এর মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছি।

গ্রাহকের স্বার্থ বিবেচনা করে ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছি। এখানে ১ হাজার লোকের কর্মসংস্থান সহ রুটি রুজির ব্যবস্থা করা সম্ভব হয়েছে। সরকার ক্যাবল লাইনের গ্রাহক পর্যায় থেকে ভ্যাট ও ট্যাক্স শতভাগ আদায়ের লক্ষে সকল ক্যাবল গ্রাহককে ডিজিটাল লাইনের আওতায় আনতে প্রায় ৪ বছর পূর্বে নোটিশে প্রজ্ঞাপন জারি করেন। কিন্তু পার্শ্ববর্তী উপজেলাগুলিতে ফ্যাসিবাদী কতিপয় ডিস ব্যবসায়ীরা ব্যবসা দখলের সব ধরনের প্রক্রিয়া অব্যহত রেখেছে যাতে আমরা ডিজিটাল পদ্ধতিতে ঢুকতে না পারি।

ক্যাবল লাইনে ডিজিটাল বক্স কোন অবৈধ্য বক্স নয়। এই বক্স সরকারে নির্দেশনার একটি অংশ। আমি প্রতি বছর এই প্রতিষ্ঠান থেকে সরকারকে ভ্যাট ট্যাক্স সহ সকল প্রায় ১লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করে আসছি। তিনি বলেন ডিজিটাল বক্স সংযোগে গ্রাহক একদিকে যেমন বেশি বেশি চ্যানেল ও ঝকঝকে ছবি দেখতে পাবেন অন্যদিকে সরকার শতভাগ রাজস্ব আদায় করতে পারবেন। তাছাড়া তিনি গরিব গ্রাহকদের সংযোগের ব্যাপারে যতটুকু সহযোগিতা করা যায় তিনি করবেনবলেও প্রতিশ্রুতি দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here