ফতুল্লায় পূর্ব বিরোধের জেরে টেক্সটাইল মিলের প্রকাশ্যে এলোপাথারি মারধর, ভিডিও ভাইরাল

0
ফতুল্লায় পূর্ব বিরোধের জেরে টেক্সটাইল মিলের প্রকাশ্যে এলোপাথারি মারধর, ভিডিও ভাইরাল

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্ব বিরোধে জের ধরে সোলেমান হোসেন (৩৫) নামে এক যুবককে মারধর করার অভিযোগ উঠেছে বাদল বাহিনীর বিরুদ্ধে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এই ঘটনার একটি সিসি টিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার (৯ মে) দুপুরে ফতুল্লার কুতুবআইন বটতলার একটি মসজিদের বাইরে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার সোলেমান হোসেন ওই এলাকার এনায়েত হোসেনের ছেলে ও হোসাইন টেক্সটাইল মিলের ম্যানেজার। অভিযুক্ত বাদল প্রধান ফতুল্লা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি। ভাইরাল হওয়া সিসি ফুটেজে দেখা যায়, শুক্রবার ওই এলাকার হোসাইন টেক্সটাইল মিলের পাশে একটি মসজিদে জুমার নামাজ আদায় করেন সোলেমান হোসেন। নামাজ আদায় শেষে মসজিদ থেকে বের হলে তাকে ঘিরে ধরে শ্রমিক দল নেতা বাদল বাহিনীর ৫-৬ জন যুবক।

এ সময় তাকে এলোপাথারি মারধর করে টেনে হেঁচড়ে বটতলা রেললাইনের দিকে নিয়ে যায় তারা। সেখানে ফের কয়েক দফা মারধর করে তাকে ফতুল্লা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এই পুরো ঘটনায় দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়েছেন শ্রমিক দল নেতা বাদল। স্থানীয় সূত্রে জানা গেছে, ফতুল্লা ইউনিয়ন শ্রমিক দল নেতা বাদল ও তার সহযোগীরা বিভিন্ন সময় হোসাইন টেক্সটাইলের ম্যানেজার সোলেমানের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। পরে চাঁদার টাকা না পেয়ে তাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল।

এ নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। এর ধারাবাহিকতায় আজ তাকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছে তারা। বিষয়টি নিশ্চিত ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, ওই যুবক মব জাস্টিসের শিকার হয়েছেন। একদল যুবক তাকে ফতুল্লা থানায় সোপর্দ করেছে। এ থানায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। সেই মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।

ফলে আমরা তাকে গ্রেফতার বা আটক করিনি। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তিনি আরও বলেন, এছাড়া তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানার আরও একটি মামলা রয়েছে। সেই মামলায় থানা পুলিশকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে।

 
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here