“দুর্বার পাঠশালা সন্মাননা-২৪” পদকে ভূষিত হচ্ছেন মতলবের দুই সাংবাদিক

0
“দুর্বার পাঠশালা সন্মাননা-২৪” পদকে ভূষিত হচ্ছেন মতলবের দুই সাংবাদিক

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব উত্তর প্রতিনিধি: সাংবাদিকতায় বিশেষ অবদান, মানবিক কর্মকাণ্ড ও সমাজ উন্নয়নে নিরলস ভূমিকার স্বীকৃতিস্বরূপ “দুর্বার পাঠশালা সন্মাননা-২৪” পদকে ভূষিত হচ্ছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুই তরুণ ও উদীয়মান সাংবাদিক—দৈনিক কালবেলা ও দৈনিক চাঁদপুর প্রবাহের মতলব উত্তর প্রতিনিধি মমিনুল ইসলাম এবং এশিয়ান টেলিভিশন ও দৈনিক শপথের মতলব উত্তর প্রতিনিধি সুমন আহমেদ।

সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “দুর্বার পাঠশালা”র উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হচ্ছে। সংগঠনটি দীর্ঘদিন ধরে সমাজ সচেতনতামূলক, শিক্ষামূলক ও মানবিক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, “দুর্বার সন্মাননা” হচ্ছে এমন এক স্বীকৃতি, যা সমাজের নীরব কর্মীদের উৎসাহিত করতে প্রবর্তিত হয়েছে। দুই সাংবাদিকই তাঁদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের নানা সংকট, অসংগতি ও মানবিক ইস্যু নিয়ে মাঠ পর্যায়ে কাজ করে চলেছেন।

তাঁদের কাজ এলাকার সাধারণ মানুষের সমস্যা তুলে ধরার পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে। দৈনিক কালবেলা ও চাঁদপুর প্রবাহের প্রতিনিধি মমিনুল ইসলাম বলেন, “এই সম্মাননা আমার জন্য এক অসীম প্রেরণা। আমি মনে করি, সাংবাদিকতা শুধু খবর সংগ্রহ বা প্রচার নয়—এটি সমাজ পরিবর্তনের হাতিয়ার। আমি চেষ্টা করি মানুষের সত্যিকারের সমস্যা তুলে ধরতে, তাদের পাশে দাঁড়াতে। দুর্বার পাঠশালার এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্ববান করে তুলবে।

এশিয়ান টেলিভিশন ও দৈনিক শপথের মতলব উত্তর প্রতিনিধি সুমন আহমেদ বলেন, “আমি সবসময় বিশ্বাস করি, একজন সাংবাদিকের কলম যদি অসহায়ের পাশে না দাঁড়ায়, তাহলে সেটি সমাজের কল্যাণে কোনো ভূমিকা রাখে না। আমি কৃতজ্ঞ দুর্বার পাঠশালার প্রতি, যারা সমাজ উন্নয়নের কাজে যুক্ত মানুষদের সম্মানিত করছে। এই সম্মাননার মাধ্যমে আমাদের কাজের প্রতি দায়বদ্ধতা আরও বেড়ে গেল।

”দুর্বার পাঠশালার পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েকদিনের মধ্যে চাঁদপুরে মতলব উত্তরে এক আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে এ পদক প্রদান করা হবে। এ আয়োজনকে ঘিরে ইতোমধ্যে মতলব উত্তরের গণমাধ্যম ও সামাজিক অঙ্গনে উৎসাহ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় জনগণ এবং সাংবাদিক সমাজ এই দুই তরুণের সম্মাননায় আনন্দিত ও গর্বিত। তারা বিশ্বাস করেন, এই ধরনের স্বীকৃতি আরও তরুণদের সমাজ ও মানবিক উন্নয়নে উদ্বুদ্ধ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here