মহেশপুরের প্রশাসন কিছুই জানেন না ফসলি জমি নষ্ট করে চলছে মাটি কাটার মহোৎসব

0
মহেশপুরের প্রশাসন কিছুই জানেন না ফসলি জমি নষ্ট করে চলছে মাটি কাটার মহোৎসব

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতা ঃ সরকারী নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে ঝিনাইদহের মহেশপুরে চলছে মাটি কাটার যেন মহোৎসব। যার ফলে
সরকারের লাখ লাখ টাকা ব্যয়ে নির্মিত গ্রামীর সড়ক ব্যাপক ভাবে ক্ষতি গ্রস্থ হচ্ছে। অন্যদিকে অপ্রাপ্তদের দিয়ে অবৈধ ট্রাক্টর চালানোর কারণে সড়ক দূঘটনার অতঙ্কে রয়েছেন এলাকাবাসী। মাটি খেকোদের হাত থেকে রক্ষা পাচ্ছে না ফসলি উর্বর জমি, উঁচু ভিটা,কিংবা ক্ষুদ্র জলাশয়।

এতে তিন ফসলি কৃষি জমি পরিণত হচ্ছে পুকুর ডোবায়। হুমকির মুখে পড়েছে বসতবাড়ি,বিলিন হয়ে যাচ্ছে চাষ যোগ্য কৃষি জমি,মাটি পরিবহনে ভারি ট্রাক্টর ব্যবহারেও গ্রামীণ সড়ক হচ্ছে ক্ষতিগ্রস্থ। উপজেলার ৪টি ইউনিয়ন ঘুরে দেখা যায়, পান্তপাড়া, নাটিমা, যাদবপুর, বাঁশবাড়িয়ার গাড়াপোতা গ্রামের মিন্টু,যাদবপুরের আনোয়ার ও পান্তাপাড়ার সুমনের নেতৃত্বে চলছে অবাধে মাটি কাটার মহোৎসব। এছাড়া প্রায় অর্ধশত এলাকায় অবৈধ ভাবে পুকুর খনন করছে মাটি খেকোরা।

বাগানমাঠ গ্রামের মন্টু মিয়া জানান, মাটি বোঝাই ট্রাক্টর রাস্তা দিয়ে চলাচলের কারণে রাস্তায় পড়ছে এতে রাস্তা নষ্ট হচ্ছে এবং বৃষ্টি হলে সড়ক দূর্ঘটনা ঘটছে।পান্তাপাড়ার আলমগীর হোসেন জানান , অপ্রাপ্তদের দিয়ে ট্যাক্টর চালাচ্ছে মাটি ব্যাবসায়ীরা,যাদের কোন ড্রাইভিং প্রশিক্ষন নেই। ফলে অহরহ দূর্ঘটনা ঘটছে,সড়কে চলচল করতে গিয়ে স্কুলগামী কোমল মতি শিশু সবাই আতঙ্কে থাকি সারাক্ষন। মাটি ব্যবসায়ী বাগানমাঠ গ্রামের বাসিন্দা মুকুল মিয়া জানান, আমরা বাঁশবাড়ীয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা শফি উদ্দিনের সাথে কথা বলেই মাটি কাটার কাজ শুরু করেছি।

তিনি আরও বলেন রাস্তা সবার জন্য, মাটি বোঝাই ট্যাক্টর রাস্তায় চললে মাটি পড়াটাই স্বাভাবিক।পান্তাপাড়া গ্রামের মাটি ব্যবসায়ী আওয়ামীলীগ ক্যাডার সুমন জানান, আমি প্রশাসনের সাথে সব ভাবেই কথা বলে মাটি কাটতে এসেছি। আমি কাউকেই পড়াউ করিনা। বাঁশবাড়ীয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা শফি উদ্দিনের সাথে তার মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান ,এই ইউনিয়নে মাটি উত্তলন করা হচ্ছে কি না তা আমার জানা নেই,খোজ খবর নিয়ে দেখছি।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা খাতুন জানান, কোনো এলাকায় মাটি উত্তলন করে বিক্রি করা হচ্ছে এমন কোন তথ্য আপনাদের কাছে থাকলে  আমাকে জানাবেন। আমি সে সকল মাটি ব্যাবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা  নেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here