সিদ্ধিরগঞ্জের ১০ পাইপবে দুই যুবককে বেধড়ক মারধরের ভিডিও ভাইরাল

0
সিদ্ধিরগঞ্জের ১০ পাইপবে দুই যুবককে বেধড়ক মারধরের ভিডিও ভাইরাল

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই যুবককে বেধড়ক মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সম্প্রতি এই ঘটনার ১ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মারধর করা যুবক ও মারধরের শিকার দুই যুবকের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি সিদ্ধিরগঞ্জের মিজমিজি-জালকুড়ি-নারায়ণগঞ্জ সড়কের ১০ পাইপ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। ভিডিওতে দেখা যায়, মুখে অকথ্য ভাষায় গালমন্দ আর হাতে থাকা বাঁশের একটি লাঠি দিয়ে দুই যুবককে বেধড়ক মারছে উঠতি বয়সী এক তরুণ। এসময় ঘটনাস্থলে থাকা ৫-৬ প্রত্যক্ষদর্শী মনোযোগ সহকারে মারার দৃশ্য উপভোগ করছেন।

`ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠেছে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, ভিডিওটি দেখেছি। মারধর করা এবং খাওয়া কাউকে শনাক্ত করতে পারিনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ঘটনাটি জালকুড়ি এলাকার বলে জেনেছি। আমরা খোঁজ নিচ্ছি। ওই তরুণকে আইনের আওতায় আনা হবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here