প্রেসনিউজ২৪ডটকমঃ এসএম জহিরুল ইসলামহ বিদ্যুৎ:নারায়ণগঞ্জ জেলার ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে সরকারি আদেশ অমান্য করে রোগীদের বিভ্রান্ত করা এবং হাসপাতাল চত্বরে দালাল ও অবৈধ মধ্যস্থতাকারী কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে দুইজনকে আজ ৩/৫/২০২৫ তারিখ রোজ শনিবার আটক করে মোবাইল কোর্ট।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করেন মো: মোনাববর হোসেন সিনিয়র সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জ।সরকারি কর্মচারী কর্তৃক পূর্বে জারীকৃত আদেশ অনুযায়ী হাসপাতাল এলাকায় দালাল বা প্রতারকচক্রের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও, উক্ত আদেশ অমান্য করে সংশ্লিষ্ট দুই ব্যক্তি সেখানে সক্রিয় ছিলেন। মোবাইল কোর্ট অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় দুইজন আসামিকে তৎক্ষণাৎ আটক করা হয়।
আটককৃত আসামিদের পরিচয় ১. মোঃ মঞ্জু (৫৫)পিতা: মোকসেদ আলীমাতা: সালেহা সাং: খানপুর, সদর মডেল থানা, নারায়ণগঞ্জ২..মোঃ মাসুদ হাওলাদার (৪২)পিতা: মোতালেব হাওলাদার মাতা: মর্জিনা বেগম সাং:গলাচিপা, কলেজ রোড, ফতুল্লা মডেল থানা, নারায়ণগঞ্জআসামিদের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন থেকে জানা যায়।





