প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মতলব উত্তর উপজেলা শাখার উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১ লা মে) সকাল ৯ টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মতলব উত্তর উপজেলা শাখার আয়োজনে শ্রমিক কল্যান ফেডারেশন মতলব উত্তর এর সভাপতি আবু নাঈম ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এর নেতৃত্বে উপজেলার ছেংগারচর পৌরসভার শ্রমিক কল্যাণ এর প্রধান কার্যালয় হতে এ বিশাল র্যালি বের হয়ে ছেংগারচর বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিণ করে মতলব উত্তর থানা রোড হয়ে বাজারের চৌরাস্তা মোড়ে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন মতলব উত্তর উপজেলার সভাপতি আবু নাঈমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের উপজেলা জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী,বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মবিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামী এর আমির অধ্যাপক দেওয়ান আবুল বাসার, সেক্রেটারি মেহেদী হাসান নাজির,ছেংগারচর পৌর জামায়াতে ইসলামী শাখার সভাপতি হাফেজ মাওলানা এইচ এম রবিউল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ মোশাররফ হোসেন, ছেংগারচর পৌর জামায়াতে ইসলামী শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ সরকার,সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সমাবেশ থেকে বক্তারা বাংলাদেশের সকল শ্রেণি পেশার শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বৈষম্যহীন ন্যায় ও ইনসাফ ভিত্তিক শ্রমনীতি চালুর দাবি জানান। প্রধান অতিথি হিসেবে চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের উপজেলা জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী,বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মবিন বক্তব্য বলেন, আমরা আসলে মানুষের মাঝে বৈষম্য দেখতে চাই না। সব পেশার মানুষকে আমরা এক চোখে দেখি। মালিক-শ্রমিক দ্বন্দ্ব আর চাই না। শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, ব্যবসা বাঁচবে।
আবার শ্রমিককে বুঝতে হবে, শিল্প বা মালিক ধ্বংস হয়ে গেলে শ্রমিকদের কাজও বন্ধ হয়ে যাবে। তাই মালিক-শ্রমিক উভয়ের দায়িত্ব অনেক। তিনি বলেন, যেদিন মালিক তার শ্রমিককে দরদ-ভালোবাসা দিয়ে কাছে টেনে নেবে, সেই শ্রমিক জীবন দিয়ে হলেও তার শ্রমের শতভাগ দেবে। মালিক-শ্রমিকের সমন্বয়ে একটা কর্মউপযোগী সমাজ গড়ে তুলতে হবে। এটা নিয়েই কাজ করছে শ্রমিক কল্যাণ ফেডারেশন।
যেখানে মালিক-শ্রমিক কোনো ভেদাভেদ থাকবে না, যে আইনে কোনো শ্রমিক না খেয়ে থাকবে না। তাই কোরআনের বিধান অনুযায়ী ইসলামী শ্রমনীতি চালু করতে হবে। বাংলাদেশ জামায়াত ইসলামি মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামী আমীর দেওয়ান আবুল বাসার বলেন, শ্রমিকের শ্রমের মূল্য তার ঘাম শুকানোর আগে নবী সঃ দিতে বলেছেন, অথচ আমাদের দেশে ইসলামি শ্রমনীতি নাই বিধায়, শ্রমিকের যথাযথ মূল্যায়ন করা হয় না। শ্রমিকের ন্যায্য পারিশ্রমিক পেতে হলে ইসলামিক সরকারকে ক্ষমতায় আনতে হবে।
ছেংগারচর পৌর জামায়াতে ইসলামী এর আমীর হাফেজ মাওলানা এইচ এম রবিউল আলম বলেন, শ্রমিক এতো কষ্ট করে রোধে শুকায়, বৃষ্টিতে ভিজে এই আধুনিক সভ্যতা তৈরি করেছে, তাদের ন্যায্য পারিশ্রমিক দিতে এবং তাদের সামাজিক মূল্যায়ন করতে হবে। এজন্যই ইসলামি শ্রমনীতির প্রয়োজন। সমাবেশে অন্য বক্তারা বলেন, ১৭ বছর শ্রমিক সমাবেশ করতে পারিনি। আমাদের শ্রমিকরা নির্মম বঞ্চনা, হত্যার শিকার হয়েছেন।
আজ সেই সুযোগ হয়েছে। তাই এখনি সময় শ্রমিকদের অধিকার সুসংগঠিত করার। আমরা এমন এক শ্রমনীতি কায়েম করতে চাই, যা চলবে ইসলামের আইন অনুযায়ী। যেখানে মালিক-শ্রমিক কোনো ভেদাভেদ থাকবে না, যে আইনে কোনো শ্রমিক না খেয়ে থাকবে না। তাই কোরআনের বিধান অনুযায়ী ইসলামী শ্রমনীতি চালু করতে হবে।





