বন্দরে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

0
বন্দরে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের বন্দরে চুরির অভিযোগে গণপিটুনিতে মো. রাহিম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।এর আগে, মঙ্গলবার রাত দুইটার দিকে মুছাপুর ইউনিয়নের বারপাড়া এলাকায় গণপিটুনির শিকার হন মো. রাহিম। নিহত রাহিম দক্ষিণ বারপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এক প্রবাসীর বাড়িতে চুরি করতে যাওয়ার অভিযোগে স্থানীয়রা ওই যুবককে মারধর করে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সকালে আহত যুবক মারা যান। তিনি আরও বলেন, ‘প্রবাসীর বাড়িতে তার স্ত্রী একা থাকেন। ওই বাড়িতে ওই যুবক ঢুকেছেন বলে অভিযোগ রয়েছে।

প্রবাসীর আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা যুবককে মারধর করেন। তার বিরুদ্ধে চুরির অভিযোগ আনলেও এ সংক্রান্ত পূর্ব কোনো অভিযোগ নিহতের বিরুদ্ধে পাওয়া যায়নি। এই ঘটনার সবদিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। এই ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here