প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃ মাহফুজুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : গতকাল ২৫শে এপ্রিল ২০২৫ ইং দিবাগত রাতে আনুমানিক ১১.৩০ টায় গৌরীপুর হতে নিজ বাড়ী কাউরাট চকবাড়ি যাওয়ার পথে মাইক্রোবাস ব্যবহার করে মটর সাইকেল এর গতিরোধ করে অজ্ঞাত ৪ জন সন্ত্রাসী ।
অতপর মটর সাইকেল আরোহী মামুন এর উপর অতর্কিত হামলা চালায় এবং গাড়ীতে উঠিয়ে নেয়া চেষ্টা করে, কিন্তু বিপরীত দিক থেকে আসা পিক-আপের শব্দ টের পেয়ে সন্ত্রাসী বাহিনী দ্রুত পালায়ন করে । পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায় পথচারীগন। গত ১৮ অক্টোবর ২০২৪ সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হন মামুন সাহেব এর পিতা মৃত আবুল হাশিম।
একের পর এক খুন হলেও পুলিশ ও স্হানীয় প্রশাসন যেন নিরব দর্শক! সন্ত্রাস, চাঁদাবাজ ও নেশাখোরদের কে এক শ্রেণির অসাধু প্রভাবশালীগণ মদদ দিয়ে যাচ্ছে। ভয়ে কেউ, এমন কি ভোক্তভোগী পর্যন্ত মূখ খুলছে না । ফলে দিন-দিন, খুন, চাঁদাবাজি ও নৈরাজ্য গৌরীপুরের প্রায় প্রতিদিন এর সংবাদে পরিনত হচ্ছে। গৌরীপুর যেন সন্ত্রাসের প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে।
আমি সাধারন একজন জনগন হয়ে এ সমস্থ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং উক্ত হামলা সহ সকল সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহবান জানাই। পাশাপাশি সামাজিক ভাবে সকল অপরাধীদের কে বয়কট এর আহবান জানাই।





