ফুলবাড়িতে ঐতিহাসিক কানাহার পুকুর নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

0
ফুলবাড়িতে ঐতিহাসিক কানাহার পুকুর নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রেসনিউজ২৪ডটকমঃ কবির সরকার ফুলবাড়ী দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ীতে ঐতিহাসিক কানাহার পুকুর নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ফুলবাড়ীর বীর মুক্তিযোদ্ধারা। গতকাল সকাল সাড়ে দশটায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 দিনাজপুর জেলার দক্ষিন পূর্বাংশের ৬টি থানার যুদ্ধকালীন জুনিয়র কমান্ডিং অফিসার, সাবেক এমপি ও মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনসুর আলী সরকারের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী আকন্দ। অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা এসার উদ্দিন ও আব্দুল হাই মোল্লা।

লিখিত বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধা সংসদের আমন্ত্রণে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ১৯৭৮ সালের ২২ শে মে ফুলবাড়ীতে এসে স্থানীয় মুক্তিযোদ্ধাদের পক্ষে পরিতক্ত ও ব্যবহারের অনুপযোগী ভুতুড়ে ভরাট কানাহার পুকুরটি মুক্তিযোদ্ধাদের নামে বরাদ্দের আবেদন করলে তিনি লীজ প্রদান করেন।

এরপর পুকুরটি সংস্কার ও মাছ চাষের উপযোগী করে ১৯৮১ সাল থেকে মুক্তিযোদ্ধারা ভোগ দখল করে আসছে। পুকুর লিজের আয় থেকে যে টাকা আসে সে টাকা মুক্তিযোদ্ধাদের দুঃসময়ে ব্যয় করা হয়। কিন্তু স্থানীয় সাংবাদিক হারুনুর রশিদ ব্যক্তিগত সুবিধা না পাওয়ায় এই পুকুর ও মুক্তিযোদ্ধাদের সম্পর্কে জনমতে বিভিন্ন উস্কানি মূলক বক্তব্য ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। স্থানীয় মুক্তিযোদ্ধারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here