শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজ এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

0
শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজ এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ট্রলার থেকে শীতলক্ষ্যা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে জয় আহমেদ (১৬)। বন্ধুরা নদী থেকে উঠে এলেও সে নিঁখোজ হয়। ২৬ ঘণ্টা পর জয়ের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ২টার দিকে শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজ তার লাশ উদ্ধার করা হয়।

নিখোঁজ জয় আহমেদ চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৬নম্বর ওয়ার্ডের বাসচালক মারুফ মিয়ার ছেলে। সে এ বছর পিআরডি হাইস্কুলের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের পিআরডি হাইস্কুলের ৩৮ জন এসএসসি পরীক্ষার্থী সরকারি মুড়াপাড়া পাইলট স্কুল কেন্দ্র থেকে শিক্ষকদের সঙ্গে ট্রলারযোগে বাড়ি ফিরছিল।

ট্রলারটি চনপাড়াপূর্নবাসন কেন্দ্র এলাকার কাছাকাছি আসলে শিক্ষকদের নিষেধ সত্ত্বেও এসএসসি পরীক্ষার্থী জয় আহমেদ, ইফাজ, আসিফ, পরশ, ইসমাইল, তানভীর, আব্দুর রহমান ও রাকিব গোসল করতে নদীতে ঝাঁপ দেয়। এদের মধ্যে জয় আহমেদ ছাড়া বাকি সবাই তীরে উঠতে সক্ষম হয়। এরপর থেকে নিখোঁজ জয় আহমেদ। বহু খোঁজাখুজির পর জয়কে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় পুলিশ।

ঢাকা সিদ্দিক বাজার ফায়ার সার্ভিসের ৫ সদস্যের একটি ডুবুরি দল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত (৬ ঘন্টা) চেষ্টা চালিয়েও উদ্ধার করতে পারেনি নিখোঁজ জয়ের মরদেহ। সন্ধ্যার দিকে উদ্ধার অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সকাল থেকে ফের উদ্ধার অভিযান চালানোর সময় দুপুর ২টার দিকে জয়ের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। ফায়ার সার্ভিসের ডুবরি দল জয়ের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here