প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার বারআনী গ্রামে জিন্দা ওলি হযরত খিজির (আঃ) এর গঙ্গীমার স্মরণে ২০তম বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়।
বুধবার (২৩ এপ্রিল রাতে) উপজেলার ছেংগারচর পৌরসভার বারআনী গ্রামে খাদেম হোসেন মালের উদ্যোগে বারআনী যুবসমাজের আয়োজনে বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে মিলাদ,মাহফিল, দোয়া, তাবারুক বিতরণ ও বাউল গানের আয়োজন করা হয়। রাতে বিশিষ্ট সমাজ সেবক মোঃ মনির হোসেন সরকারের পরিচালনায় কুষ্টিয়া থেকে আগত কাজলী বেগম ও বকুল বাউলশিপিদের সমন্বয়ে বাউল গানের আসর বসে। পরে উপস্থিত সকলের মাঝে রান্না করা খিচুড়ী বিতরণ করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও জাকজমপূর্ণ পরিবেশে এ ওরশ মাহফিল উদযাপন হয়েছে। ১ দিন ব্যাপী ওরশ উপলক্ষে মেলাও বসেছিলো। ওরশে শত শথ ভক্ত ও আশেকানগন হাজির হন।
ওরশ সফলভাবে সমাপ্ত করতে পারায় এবং সকলের সহযোগীতা করায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন বাৎসরিক ওরশ মোবারক এর আয়োজক খাদেম হোসেন মাল । এসময় ছেংগারচর পৌর বাজার বনিক সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, মোঃ আল-আমিন বেপারী, মোঃ বাবু,সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দুলাল ফকিরের ভক্ত-আশেকানবৃন্দ উপস্থিত ছিলেন।





