রূপগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

0
রূপগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রী হত্যার দায়ে জসিম উদ্দিন ওরফে জসিম রানা (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২১ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক হুমায়রা তাসমিন আসামির উপস্থিতিতে এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত জসিম উদ্দিন ওরফে রানা বরগুনার পাথরঘাটা এলাকার আব্দুল জলিল হাওলাদারের ছেলে। তার স্ত্রী ও ভুক্তভোগী নারী সুরভী আক্তার মাদারীপুরের মো. দেলোয়ার হোসেনের মেয়ে। তারা রূপগঞ্জের কাঞ্চন এলাকার ভাড়াটিয়া বাসায় বসবাস করতেন। বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, স্ত্রীকে হত্যার দায়ে স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত স্বামীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময়ে আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৫ মার্চ নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন এলাকার ভাড়াটিয়া বাসায় পারিবারিক কলহ ও বাগবিতণ্ডার জের ধরে জসিম উদ্দিন ওরফে জসিম রানা তার স্ত্রী সুরভী আক্তারকে শ্বাসরোধে হত্যা করে। হত্যাকাণ্ডের পর তিনি ঘটনাটি আত্মহত্যা হিসেবে প্রচার করার চেষ্টা করেন। তদন্ত শেষে পুলিশ জসিমের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। বিচার শেষে আদালত তাকে এই রায় দেয়।

 
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here