সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্র ফেডারেশনের কমিটি গঠন

0
সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্র ফেডারেশনের কমিটি গঠন

প্রেসনিউজ২৪ডটকমঃ ২০ এপ্রিল রোজ শনিবার বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে সভাপতি ফারহানা মানিক মুনা এবং সহ-সভাপতি সাঈদুর রহমান এর উপস্থিতিতে বৈষম্যহীন, গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে-শিক্ষার সাংবিধানিক স্বীকৃতি ও শিক্ষা সংস্কারের পথে ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্যে রাইসা ইসলাম কে আহবায়ক এবং মুন্নী আক্তার প্রত্যাশা কে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ কমিটি গঠন করা হয়।

এ সময় কমিটির নবনির্বাচিত আহ্বায়ক রাইসা ইসলাম বলেন, ‘বিগত দিনের ছাত্র রাজনীতি বলতে যে সন্ত্রাসবাদ বুঝানো হতো আমরা তা থেকে সম্পূর্ণ ভিন্ন। সন্ত্রাস-দখলদারিত্বের বিপরীতে শিক্ষাবান্ধব ছাত্র রাজনীতির বিকাশ এবং ছাত্রদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে লড়াই করাই আমাদের নতুন কমিটির শপথ। নবনির্বাচিত সদস্য সচিব মুন্নি আক্তার প্রত্যাশা বলেন, ‘আমরা সরকারি তোলারাম কলেজকে নিরাপদ-গণতান্ত্রিক ক্যাম্পাসে রুপান্তরে প্রতিজ্ঞাবদ্ধ। আগামীর তোলারাম কলেজ হবে ছাত্র-শিক্ষক-শিক্ষা কর্মচারী সকলের জন্য সহায়ক। যেখানে নিশ্চিত হবে প্রত্যেকের ন্যায্য অধিকার।

কমিটি পরিচিতি –
১.আহ্বায়ক : রাইসা ইসলাম
২.সদস্য সচিব : মুন্নী আক্তার প্রত্যাশা
৩.কার্যকরী সদস্য: স্বপ্নীল শোভন
৪.সদস্য: আজীজুল হাকিম আয়াতুল (প্রচার )
৫.সদস্য: আশা মনি সুরভী (অর্থ)
৬.সদস্য: ইসরাত জাহান রুপালি (দপ্তর)
৭.সদস্য: শারমিন (পাঠচক্র)
৮.সদস্য: মিম আহমেদ (নারী সেল)
৯.সদস্য: তাসনিয়া জাহান তিশা (নারী সেল)
১০. সদস্য: শাকিল হাওলাদার (ক্রীড়া)
১১.সদস্য: মাহিম হাসান ( সাংস্কৃতিক)
১২. কো-অপ্ট
১৩.কো-অপ্ট
১৪.কো-অপ্ট
১৫.কো-অপ্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here