মতলব উত্তর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

0
মতলব উত্তর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের মতলব উত্তর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) থানায় সার্ভিস ডেলিভারি সেন্টারে অনুষ্ঠিত ওপেন হাউজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হক।

এসময় তিনি বলেন, অপরাধী যেই হোক না কেন, অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার কোন সুযোগ নেই। তাদেরকে ধরে আইনের আওতায় আনা হবে। মতলব উত্তর থানা পুলিশ কোন অপরাধীদের সাথে আপোষ করে নি, কখনো করবেও না। মাদক প্রতিরোধের ব্যাপারে ওসি বলেন, আগের চেয়ে মতলব উত্তরে মাদকের উপদ্রুত অনেক কমে গেছে। এ ব্যাপারে আমরা মতলব উত্তর থানা পুলিশ কৌশলে কাজ করে যাচ্ছি। চুরি ডাকাতিও নেই, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

অপরাধ দমনে মতলব উত্তর থানা পুলিশ ২৪ ঘন্টা সোচ্চার আছে। যার কাছে যেকোনো অপরাধের তথ্য থাকবে সাথে সাথে আমাদেরকে জানালে ব্যবস্থা গ্রহণ করব। তিনি আরও বলেন, বাংলাদেশের মধ্যে চাঁদপুর জেলা ও সিলেটে একটি ইউনিটে অনলাইন জিডি চালু করেছে সরকার।

যেকোন বিষয়ে ঘরে বলেই অ্যাপসের মাধ্যমে জিডি করতে পারবেন ওপেন হাউজ ডে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার সেকেন্ড অফিসার এসআই আবু জাফর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক  তোফায়েল পাটোয়ারী, এসআই ইউনুস, উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক মহিন সরকার, এসআই ইউনুস, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা নাজির হোসেন, ফতেপুর পুর্ব ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জসিম মাঝি সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here