প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ)সংবাদদাতাঃ ভারত বাংলাদেশ সীমান্তের ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের ইছামতি নদীতে এক অজ্ঞাত নামা যুবকের লাশ ভাসমান অবস্থায় হয়েছে। সীমান্তের হুদাপাড়া নামক স্থানে ইছামতি নদীর ভারত সীমান্ত এলাকায় যুবকের লাশটি রয়েছে।
স্থানীয় বাসীন্দারা জানান, শুক্রবার বিকালে হুদাপাড়া গ্রামের এক কৃষক ইছামতি নদীর ধারে ঘাষ টাকতে গেলে ইছামতি নদীতে লাশটি ভাসমান অবস্থায় দেখতে পান।কাঞ্চনপুর গ্রামের ইউপি সদস্য জুলফিকার আলী জানান, হুদাপাড়ার নিচে ভারতের ইছামতি নদীর ভারত সীমান্ত এলাকায় যুবকের লাশটি ভাসমান অবস্থায় রয়েছে।তবে লাশটি বাঘাডাঙ্গা গ্রামের আদিবাসী পাড়ার রমজান আলীর ছেলে ওয়াসীম আলীর (৩৮) বলে জানাগেছে।
তিনি আরো জানান, লোক মুখে শুনেছি ৩দিন আগে ওয়াসীম সহ আরো ৩জন ভারতে গেলে ভারতের সীমান্ত রক্ষী বাহীনির (বিএসএফ) সদস্যরা তাদেরকে ধাওয়া করে। এ সময় ২ জন পালিয়ে আসলেও ওয়াসীম সীমান্ত রক্ষী বাহীন বিএসএফের হতে ধরা পড়ে।নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম মৃধা জানান, আমি একটি আগে জানতে পেরেছি হুদাপাড়ার ইছামতি নদীতে এক যুবকের লাশ ভাসমান অবস্থায় রয়েছে।
মহেশপুর থানার সেকেন্ড অফিসার এস আইআসাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, যেখানে লাশটি ভাসছে সেটি আমাদের সীমান্তে না ভারতের সীমান্তে সেটা জানার পরই আমরা উদ্ধারের ব্যবস্থা নেব।





