প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও বরগুনা জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন, বিএনপির যে সকল নেতাকর্মী অত্যাচার, নির্যাতন ও মামলা-হামলার শিকার হয়েছে এবং দলের জন্য নিজের স্বার্থ ত্যাগ করেছেন তাদেরকে দলের পদ-পদবি দেওয়ার জন্য বিশেষ বিবেচনা করা হবে।
বুধবার (৯ এপ্রিল) বিকেল ৪টায় তালতলী মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হল রুমে অনুষ্ঠিত উপজেলা বিএনপি’র কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, অত্যাচারী, জুলুমবাজ ও খুনি হাসিনা সরকারকে এদেশের ছাত্র-জনতা ও সকল বিরোধী দল মিলে উৎখাত করেছে। সুতরাং খুনি হাসিনা ও তার দোশরদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শহিদুল হকের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাহবুবুল আলম মামুনের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান বক্তা ছিলেন, বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এজেড এম সালেহ ফারুক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন হাসান শাহিন।
বরগুনা জেলা বিএনপি, সাবেক যুগ্ন আহবায়ক ফজলুর রহমান মাস্টার, বরগুনা জেলা আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট আব্দুল মজিদ তালুকদার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল মাহবুবা আক্তার জুই ও বরগুনা জেলা বিএনপির নেতৃবৃন্দসহ কর্মীসভায় উপজেলার ৭ ইউনিয়নের ওয়ার্ড শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতারা উপস্থিত ছিলেন ।





