ফিলিস্তিনে গণ হত্যার প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়িতে বিক্ষোভ সমাবেশ

0
ফিলিস্তিনে গণ হত্যার প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়িতে বিক্ষোভ সমাবেশ

প্রেসনিউজ২৪ডটকমঃ কবির হোসাইন জেলা সংবাদদাতা: ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৈকাল পাঁচটায় ফুলবাড়ির কেন্দ্রীয় মসজিদ নিমতলা মোড় থেকে প্রতিবাদ মিছিল শহরের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদের সামনে সমাহিত হয়। নিমতলা মোড় বায়তুল নূর জামে মসজিদ এর সামনে থেকে তৌহিদী জনতাসহ সকল মুসল্লিগণ মিছিলে অংশগ্রহণ করে।

আয়োজনের অন্যতম সংগঠক মাওলানা আল আমিন বিন আমজাদ ও এস এম নাজিব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কানাহার মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু মুসা মোহাম্মদ, মাদিলাহাট মাদ্রাসার মুহতামিম মাওলানা সুলতান হামিদী, আঞ্জুমানে ইত্তেহাদুল উলামার সাধারণ সম্পাদক মুফতি নাজিবুল্লা, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী একাডেমীর মহাপরিচালক মুফতি তোফায়েল আহমদ, ফুলবাড়ি ব্যবসায়ী সমিতির সদস্য সচিব মানিক মন্ডল, ফুলবাড়ী সিটি প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক তাজমুল রহমান নয়ন, বাইতুন নূর জামে মসজিদের খতিব মাওলানা রমজান আলী, উদীয়মান তরুণ বক্তা সাজিদ আশরাফী।

ইসলামী আন্দোলন ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাখাওয়াত হোসেন,জেড ফোর্স এর সদস্য শামস, নাগরিক কমিটির ফুলবাড়ী শাখার দায়িত্বপ্রাপ্ত ইমরান নিশাত চৌধুরী,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সাগর, জামাতে ইসলামী ফুলবাড়ী পৌর শাখার সাধারণ সম্পাদক হাফেজ মোজাহিদুল ইসলাম, খিলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সভাপতি হাফেজ জাকি হাবিব,ফুলবাড়ী উপজেলা ছাত্র শিবিরের সভাপতি তানভীর হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলে ফুলবাড়ীর কয়েক হাজার তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here