জামালপুরে আওয়ামী লীগের নেতাকে ছাড়তে রাজি না হওয়ায় থানার ওসিকে বদলির হুমকি

0
জামালপুরে আওয়ামী লীগের নেতাকে ছাড়তে রাজি না হওয়ায় থানার ওসিকে বদলির হুমকি

প্রেসনিউজ২৪ডটকমঃ জেলা সংবাদদাতা: জামালপুরের ইসলামপুরে চর পুটিমারী ইউনিয়ন আওয়ামী লীগের ৪নং ওয়ার্ড কমিটির সদস্য আ. খালেককে ছাড়তে রাজি না হওয়ায় ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল্লাহ সাইফকে বদলির হুমকি দিয়েছে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হামিদুর রহমান মলিন। রবিবার (১৬ মার্চ) ভোর রাতে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত আব্দুল খালেকের বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তারের পর রবিবার সকালেই আদালতে প্রেরণ করেছে ইসলামপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুল খালেক বেনুয়ারচর মধ্যপাড়া এলাকার মরহুম আবেদ আলীর ছেলে।

জানা যায়, গত ১১ তারিখে বেনুয়ার চর এলাকায় মারামারি হয়। এরপর একই এলাকার মিষ্টার বাদী হয়ে চর পুটিমারী উত্তর শাখার ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো. আনিছুর রহমানকে প্রধান আসামী করে ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে ৷ মামলায় ১১ নাম্বার আসামি ছিলেন চর পুটিমারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল খালেক। তার বিরুদ্ধে থানায় মামলা থাকায় রবিবার রাত ২টায় চর পুটিমারি বেনুয়ারচর এলাকা থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হামিদুর রহমান মলিন তাকে ছাড়াতে রাতভর বিভিন্ন ভাবে তদবির শুরু করেন।

এ বিষয়ে যুবদলের যুগ্ম আহবায়ক হামিদুর রহমান মলিন জানান, আব্দুল খালেক কোনো রাজনীতি করেন না। তার কোনো পদ-পদবী নেই। ওনি সাধারণ মানুষ। তার ছেলে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক। এ দিকে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল্লাহ সাইফ জানান, মো. আ. খালেকের বিরুদ্ধে থানায় মারামারির মামলা থাকায় তাই তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তবে আমার কাছে একটি ওয়ার্ড আওয়ামী লীগের কমিটির কাগজ এসেছে।

সেখানে আব্দুল ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির ৪৭ নাম্বার সদস্য হিসেবে রয়েছেন৷তিনি আরো জানান, গ্রেপ্তার করার সাথে সাথে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হামিদুর রহমান মলিন সাহেব তদবির শুরু করে। মামলা থাকায় আসামি ছাড়তে আমি রাজি না হওয়ায় আমাকে বদলির হুমকিও দিয়েছেন। হুমকি দিয়ে কি বলেছে জানতে চাইলে তিনি আরো জানান, স্বরাষ্ট্র সচিব স্যারের ওখানে গিয়ে আমাকে ২৪ ঘন্টার মধ্যে বদলি করে দিবে। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here