প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদক ঃ “বোন তোমার ভয় নাই ভাই তোমার মরে নাই” এই শ্লোগানে মুখরিত হয়ে উঠেছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা।শিক্ষার্থী ও জনতার উদ্যাগে বিক্ষোভ মিছিলটি মতলব দক্ষিণ উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষীন করে।
১০ মার্চ শিশু আছিয়াসহ দেশব্যাপী হত্যা,ছিনতাই, ডাকাতি,নারী ও শিশু নির্যাতন দর্ষনের প্রতিবাদে আজ (১২ মার্চ) চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদ ও মতলব দক্ষিণ থানার সামনে প্রায় পাঁচ’শতাধিক শিক্ষার্থী ও সাধারন জনতা মানববন্ধন ও বিক্ষোভ করে।বক্তারা বলেন, আজ আমরা নিরাপদ নই। সারাদেশে একরকম অস্থিরতা বিরাজ করছে। মানুষ রাতে ভয়ে ঘুমোতে পারে না।
রাস্তাঘাটে বের হলেই আমার ভাইবোন সন্তানকে হারানোর ভয়ে থাকি।আমার মেয়ে, বোন, মা এমনকি আমার শিশুটাও আজ নিরাপদ নেই। সুযোগ পেলে তাদের উপর ঝাপিয়ে পড়ছে হিংস্র পশু নামের হায়েনার দল। আমরা এই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অবিলম্বে তাদের ফাঁসি দিতে হবে।বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও জনতার সাথে শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ,সুধীজন এ দাবির সাথে একাত্মা প্রকাশ করেন।