আদমজী ইপিজেডের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই-গ্রুপের মধ্যে সংঘর্ষ

0
আদমজী ইপিজেডের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই-গ্রুপের মধ্যে সংঘর্ষ

প্রেসনিউজ২৪ডটকমঃ আদমজী ইপিজেডের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই-গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশের অভিযোগ, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হলেও এখানে কিছু দুষ্কৃতিকারী ঢুকে অপরাধ কর্মকান্ড চালিয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) সিদ্ধিরগঞ্জে বিকেলে আদমজী ইপিজেড এলাকায় ওই ঘটনা ঘটে।

এ সময় সংবাদকর্মীসহ প্রায় ৮জনের মতো আহত হয়েছে বলে তথ্য পাওয়া যায়। তথ্যটি করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহিনুর আলম। তিনি জানায়, ইপিজেডের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই-গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় অন্তত আটজন আহত হয়েছেন।

এসময় গুলিবর্ষণের পাশাপাশি প্রায় ১০টি মোটরসাইকেল ভাঙ্গচুরসহ পুড়িয়ে দেয়া হয়েছে। পরে সেনাবাহিনী উপস্থিতিতে শান্ত হয় আমরা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পুলিশের এই কর্মকর্তা জানায়, ঘটনাস্থলে প্রচুর ইটপাটকেল ছোড়াছুড়ি হচ্ছিল। পরিস্থিতি সামলানো কঠিন ছিল।

আমাদের ফোর্স এবং সেনাবাহিনীর সহযোগীতায় সামলানো গিয়েছে। এই ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। তবে আমরা তদন্ত করে দোষিদের আইনের আওতায় আনার চেষ্টা করছি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here