ভারতীয় ভিসা জটিলতা, ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে – পররাষ্ট্র উপদেষ্টা

0
ভারতীয় ভিসা জটিলতা, ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে – পররাষ্ট্র উপদেষ্টা

প্রেসনিউজ২৪ডটকমঃ ভারতীয় ভিসা জটিলতা আমরা সৃষ্টি করি নাই, ভারতকেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাংবাদিক ব্রিফিংয়ে এসব কথা বলেন তৌহিদ হোসেন। তিনি বলেন, ভারত যে কোনো কারণে হোক ভিসা বন্ধ রেখেছে।

ভিসা দেওয়া তাদের সার্বভৌম অধিকার। কোনো দেশ যদি কাউকে ভিসা না দেয়, বা কোনো গোষ্ঠীকে ভিসা না দেয়, তাহলে কোনো প্রশ্ন তোলা যাবে না। আমরা আশা করব, ভারত তাদের সিদ্ধান্ত জানাবেন আমাদের। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ভারত ইস্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য নিয়ে করা প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য হলো আমাদের অবস্থান। আমরা ওয়ার্কিং রিলেশন চাই ভারতের সাথে।

উল্লেখ্য, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই অস্থিতিশীল পরিস্থিতির কথা উল্লেখ করে বাংলাদেশে ভিসা আবেদন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ভারত। দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশে ভিসা আবেদনগুলো সীমিত পরিসরে কার্যক্রম শুরু করে। তবে চিকিৎসা ভিসা এবং কিছু জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য ভিসা ইস্যু করবে না বলে জানিয়ে দেয় দেশটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here