মহেশপুর সরকারী পাইলট মডেল স্কুলের তারুণ্যে উৎসবে জেলা ও উপজেলায় পর্যায়ে শ্রেষ্ঠত্ব বিভাগে তৃতীয়

0
মহেশপুর সরকারী পাইলট মডেল স্কুলের তারুণ্যে উৎসবে জেলা ও উপজেলায় পর্যায়ে শ্রেষ্ঠত্ব বিভাগে তৃতীয়

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতা ঃঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার অতিয্যবাহী সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় তারুণ্যের উৎসব ২০২৫ উদ্ভাবনী মেলায় জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব ও বিভাগীয় পর্যায়ের তৃতীয় স্থান অর্জন করেছে।

১৯ ফ্রেরুয়ারী তারুণ্যের উৎসব ২০২৫ উদ্ভাবনীয় মেলায় মহেশপুর উপজেলা পর্যায়ে ১৯ টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন এবং ২০ ফ্রেরুয়ারী উদ্ভাবনীয় মেলায় জেলা পর্যায়ে ১৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। বৃহস্পতিবার সকালে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ১০ টি জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনকারীমাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে।

এই অর্জনকে অভিনন্দন ও স্বাগত জানিয়েছেন মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুকুর আলীসহ সকল সহকারী শিক্ষক বৃন্দ। এদিকে এ অর্জনকে অভিনন্দন ও স্বাগত জানিয়েছেন মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান,সাধারণ সম্পাদক শেখ এনামুলহক দুলু, মহেশপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আনিচুর রহমান রিপন,সাধারণ সম্পাদক আব্দুস সেলিম,সাংবাদিক অসীম মোদক, নাসির উদ্দীন, আব্দুর রহিম, এম এ আজাদ প্রমুখ।

উল্লেখ্যঃ মহেশপুর উপজেলার অতিয্যবাহী সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়টি খুলনা বিভাগের স্থাপিত দিক থেকে দ্বিতীয়। ১৮৬৩ সালে বিদ্যালয়টি স্থাপিত হয় সেই থেকে বিদ্যালয়টি ধারাবাহীকভাবে তার গৌরব উজ্জল ভূমিকা পালন করে আসছে।বিদ্যালয়টি ইতি পুর্বে মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে সাবেক সহকারী প্রধান শিক্ষক ও স্কাউট আঞ্চলিক উপ-কমিশনার আক্তারুজ্জামানের নেতৃত্বে ১০বার প্রেসিন্ডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড অর্জন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here