প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান হারুন নিজস্ব প্রতিবেদক চাঁদপুর: মাহে রমজানের পবিত্রতা রক্ষায় মতলব উত্তরে বাংলাদেশ জামায়াত ইসলামী সচেতনতা মূলক মিছিল করেছে। ১ মার্চ (শনিবার) মতলব উত্তর উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য নাগরিকদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার নিমিত্তে মিছিল ও সমাবেশ করেছে।
মিছিলটি ছেংগারচর পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মতলব উত্তর থানা প্রাঙ্গনে শেষ হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর -২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পদপ্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ডা: আব্দুল মোবিন। বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক দেওয়ান আবুল বাশার, ছেংগারচর পৌর জামায়াতে ইসলামীর সভাপতি রবিউল আলম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ আবদুল মোবিন বলেন, যারা দ্রব্যমূল্য বিক্রয় করেন অবশ্যই আল্লাহ্ সুবহানাহু ওয়াতাআ’লাকে ভয় করে পন্যদ্রব্য বিক্রয় করবেন। কেনোনা ওজনে কম দেয়ার কারণে হাশরের মাঠে আপনাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে। কাজেই আত্মশুদ্ধির এই মাসে মহান রবের দিকে পুরোপুরি ফিরে আসুন। আর বিশেষ করে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় খাবারের হোটেগুলো দয়া করে আপনারা বন্ধ রাখুন।