রমজান মাস এলে অসাধু ব্যবসায়ীরা পণ্য মজুদ করে বাজারে সংকট তৈরি করে : সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী 

0
রমজান মাস এলে অসাধু ব্যবসায়ীরা পণ্য মজুদ করে বাজারে সংকট তৈরি করে : সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী 

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদক : মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) চেয়ারম্যান, ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেছেন, পবিত্র রমজান মাস আমাদের জন্য মহান আল্লাহ্ তা’য়ালার বিশেষ অনুগ্রহ ও উপহার । অন্তর থেকে হিংসা-বিদ্বেষ, দুর্নীতি-প্রতারণাসহ সকল অন্যায় কাজের কালিমা দূর করে জীবনকে মহান আল্লাহ্ ও রাসুলেপাক ﷺ এর নির্দেশিত পথে পরিচালিত করার জন্য এ মাস আমাদের জন্য বিশেষ কর্মশালা৷

সে জন্য মু’মিনরা পবিত্র রমজান মাসের জন্য বছরজুড়ে উদগ্রীব থাকেন। যুগ যুগ ধরে এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা অত্যন্ত আন্তরিকতা ও ভাবগাম্ভীর্যের সাথে রমজান মাস পালন করে আসছেন। তিনি বলেন, বিশ্বের প্রায় সকল মুসলিম দেশগুলোতে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে দ্রব্যমূল্যে বিশেষ ছাড় দিয়ে থাকেন ব্যবসায়ীরা। পৃথিবীর মুনাফা থলিতে কম অর্থ জমা করে, আখিরাতের মুনাফা একাউন্টে সঞ্চয় বাড়ানোই তাদের উদ্দেশ্য। এমনকি খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ অধ্যুষিত দেশগুলোতেও তাদের প্রধান প্রধান ধর্মীয় দিবসগুলোকে ঘিরে বিশেষ সুযোগ সুবিধা প্রদান করা তাদের ঐতিহ্যের অংশ।

তিনি আরো বলেন, ৯০% এরও বেশি মুসলমানদের দেশ – বাংলাদেশে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট, রমজান মাস এলেই পণ্য মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে এবং সাধারণ মানুষকে জিম্মি করে অধিক মুনাফা লাভের জন্য ইচ্ছাকৃতভাবে  দ্রব্যমূল্য বৃদ্ধি করে।  সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী সরকারকে উদ্দেশ্য করে বলেনএখন থেকেই সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠীগুলোর সাথে সমন্বয় ও মনিটরিং এর মাধ্যমে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সব রকমের ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে সাধারণ মানুষ দুর্দশার শিকার না হন।

বুধবার (২৬ ফেব্রুয়ারী) রাতে মতলব উত্তর নায়েরগাঁও খলিফা আবুল কালাম আজাদ মাইজভাণ্ডারীর বাড়ির বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  এতে আলোচনায় অংশগ্রহণ করেন, কুমিল্লা ঘিলাতলা দরবার শরীফের সাজ্জাদানশীন মুফতি বাকীবিল্লাহ্ আল আজহারী, মাওলানা রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী প্রমুখ।

উপস্থিত ছিলেন, মইনীযা যুব ফোরাম কেন্দ্রীয়  (সদ্য সাবেক) সাংগঠনিক সম্পাদক খলিফা শাহ মো: কামরুজ্জামান হারুন, সাবেক চেয়ারম্যান খলিফা শাহ আব্দুল মান্নান সরকার, হাফেজ মোহাম্মদ কেরামত আলী, হাফেজ খাজা বাহাউদ্দীন, খাদেম মোহাম্মদ শরিফুর রহমান, খলিফা আলমগীর শাহ, খলিফা আব্দুর রহমান, মতলব উত্তর উপজেলা মইনীয়া যুব ফোরাম সভাপতি নজরুল ইসলাম মামুন, মতলব দক্ষিণ উপজেলা মইনীয়া যুব ফোরাম আহবায়ক সুমন মিয়া প্রমুখ।  মিলাদ কিয়াম পরিবেশন করেন, হাফেজ মাওলানা মুহাম্মদ কেরামত আলী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here